news bazar24:
পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিলেন বিচারক। আমরা জানি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার দিন আলিপুর আদালতে শুনানি ছিল তাঁর। সেখানে উপস্থিতও ছিলেন তিনি। তাঁর আইনজীবী জানান তাঁর মক্কেল অসুস্থ তাই জামিনের শুনানির জন্য তারিখ চান তাঁরা।
স্পষ্টভাবে জানিয়ে দেন আদালত বিশেষ সুবিধা কাউকেই দেন না। নির্ধারিত তারিখেই শুনানি হবে। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এছাড়াও ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন অনেকে।
চার্জসিটে রয়েছে পর্ণা বসুর নামের উল্লেখ। এছাড়াও রয়েছে আরো ২৫ জনের নাম যাদের মধ্যে মাত্র ৯- ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত বাকিদের গ্রেফতার করা হয়নি। যদিও এদিন সুবীরেশবাবুর আইনজীবী জানান তাঁর মক্কেল কোনরকম কোন ম্যানুপুলেশনের মধ্যেই যুক্ত নয়। তবে এদিন সকলের আইনজীবী তাঁদের মক্কেল হয়ে যেভাবে আর্জি জানিয়েছেন তাতে আগামী দিনে বিচারক কি সিদ্ধান্ত নেন সেটি দেখার।