তারুণ পণ্ডিত, news bazar24 : ঐতিহাসিক ও প্রাচীন শক্তিপীঠ পাতালচন্ডীতে মহা সমারোহে সম্পন্ন হলো ৪৩ তম শ্রীশ্রী বাসন্তী পূজা। পাতালচন্ডী কল্যাণ সমিতির পরিচালনায় ৫ দিন ব্যাপী বার্ষিক বাসন্তী পূজায় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেবী দুর্গার আরাধনার সাথে সাথে বাউলগান ও নরনারায়ণ সেবাও হয়ে থাকে। বিগত তিন বছর ধরে করোনার প্রভাব থাকার জন্য এই পাতালচন্ডীতে সেইরকম ভক্তদের সমাগম হয় নি। কিন্তু এবারে সেরকম কোন প্রকার রোগ থাকার সম্ভাবনা না থাকায় এখানে এবারে এই শক্তিপীঠে ভক্তদের ঢল নামবে বলে জানিয়েছেন পাতালচন্ডী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুমার পন্ডিত। ইতিমধ্যেই এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে মন্দিরর চারপাশে প্রচুর দোকানপাট বসেছেও সাধুদের আনাগোনা শুরু হয়েছে। রামনবমীর দিনে এখানে যজ্ঞ এবং হিন্দু সম্মেলনে আশেপাশের মধুঘাট, সুজাপুর, গোপিনাথপুর, ব্যাসপুর, জালালাপুর, কাঞ্চন তার, মহারাজপুর, গোপালন কলোনি, খাসিমারি, রামকেলী ও মালদা শহরের ভক্তদের ভীড় উপচে পড়বে।