Newsbazar 24:পাচারের আগে হরিণের সিং সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনকর্মীরা।ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।বুধবার অটল চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ থেকে এক ব্যক্তিকে ওই হরিণের সিং সহ আটক করে SSB ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।পরবর্তীতে তাকে বাগডোগরা বনদপ্তরের হাতে তুলে দিলে নির্দিষ্ঠ ধারায় মামলা করে তাকে গ্রেপ্তার করে বনকর্মীরা।ধৃতের নাম রোহিত এক্কা।সে নকশালবাড়ির বেলগাছীর বাসিন্দা।বৃহস্পতিবার,ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা তদন্তে করে দেখছে বনদপ্তর।