Newsbazar24: পুরসভার পাইপলাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের। বুধবার পার্ক সার্কাসের ঘটনা। জানা গিয়েছে, পুরসভার পাইপলাইনের কাজ চলছিল। সেখানে বালি তুলছিলেন ওই শ্রমিক। হঠাৎ মাটি ধসে তার নীচে চাপা পড়ে যান ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি।
মৃত যুবকের নাম সলমন মল্লিক (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। গত কয়েকদিন ধরেই ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপলাইনের কাজ চলছিল। সেই কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছিল বিগত কয়েকদিন ধরেই। বুধবারও কাজ করতে আসেন শ্রমিকরা। রাতের দিকে মাটি ধসে দশ থেকে বারো ফুট গভীরে চাপা পড়ে যান তিনি। রাতের অন্ধকারে তাঁকে উদ্ধার করতেও অনেক দেরি হয়ে যায়। এরপর চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।