news bazar24: আজ ২৬জানুয়ারি ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস।এ উপলক্ষে ফুলবাড়ির বাংলাবান্ধা পঞ্চগড়ের সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশকে (বিজিবি)কে মিষ্টিমুখ করায় ভারতের বর্ডার সিকিউরিটিফোর্স (বিএসএফ )।এসময় সীমান্তরক্ষী এই দুই বাহিনী পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।এদিন দুপুরে বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জয়েন্ট রিট্রিট সম্মেলনস্থলে এই শুভেচ্ছা বিনিময় হয়।এসময় দুই বাহিনী নানা উপঢৌকন বিনিময় করে।ভারতের পক্ষে ফুলবাড়ি বিএসএফ’র ডেপুটি কমান্ডার এস এস চৌহান এবং বাংলাদেশের পক্ষে ১৮ বিজিবির বাংলাবান্ধা বিওপির কোম্পানি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।