Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

নাড়ি শক্তির জয় ! UPSC পরীক্ষায় প্রথম চার -ই মহিলা, শীর্ষ স্থানে রয়েছেন ঈশিতা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar24 : UPSC পরীক্ষায় এই বছর সর্বোচ্চ স্থান দখল করলেন  ঈশিতা কিশোর। দ্বিতীয় স্থানে গরিমা লোহিয়া, তৃতীয় স্থানে উমা হার্থি এন, চতুর্থ স্থানে স্মৃতি মিশ্র।

নাড়ি শক্তির জয় পর পর দুই বছর ।  ২০২১ সালের পর, ২০২২ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় প্রথম তিনটি পদ মহিলারাই দখল করে নিয়েছিলেন।  এবার তারা আরও একধাপ এগিয়ে চারটি স্থান দখল করে।

মঙ্গলবার UPSC ফলাফল ২০২২ ঘোষণা করা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর। UPSC-তে গরিমা লোহিয়া দ্বিতীয়, উমা হার্থী তৃতীয়, স্মৃতি মিশ্র চতুর্থ। ঈশিতার মতো দ্বিতীয় রানার আপ গরিমা এবং চতুর্থ রানার আপ স্মৃতিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তৃতীয় রানার আপ হল IIT হায়দ্রাবাদের ছাত্রী উমা।

কেন্দ্র ২০২২  UPSC পরীক্ষার মাধ্যমে ১০২২ টি শূন্যপদ পূরণের লক্ষ্য নির্ধারণ করেছিল। মোট ৯৩৩ জন পরীক্ষা দেন। এর মধ্যে ৬১৩ জন পুরুষ। ৩২০ জন মহিলা। প্রথম ২৫টির মধ্যে ১৪ জন নারী। ১১ জন পুরুষ। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে,৩৪৫ জন সাধারণ শ্রেণির, ৯৯ জন অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির, ২৬৩ জন ওবিসি (অগ্রসর শ্রেণি), ১৫৪ জন তফসিলি জাতি (এসসি), ৭২ জন তফসিলি উপজাতি (এসটি)। রিজার্ভ তালিকায় ১৭৮ জন রয়েছেন।

UPSC পরীক্ষা প্রতি বছর তিনটি ধাপে পরিচালিত হয়- প্রাথমিক, প্রধান এবং ইন্টারভিউ। এই UPSC পরীক্ষার মাধ্যমে, ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় বৈদেশিক পরিষেবা (IFS), ভারতীয় পুলিশ পরিষেবা (IPS) অফিসারদের নিয়োগ করা হয়। গত বছরের ৫ জুন ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় আবেদন করেছিলেন ১১ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ লাখ ৭৩ হাজার ৭৩৫ জন। ২০২২  সালের সেপ্টেম্বরে UPSC মেইনস। সেখানে বসেছিলেন ১৩ হাজার ৯০ জন। মোট ২৫২৯  জন প্রার্থী পাস করেছেন এবং ইন্টারভিউয়ের জন্য যোগ্য হয়েছিলেন।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News