Newsbazar24: মঙ্গলবার সকালে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের, আহত হয়েছেন অন্তত ১৩ জন। মহারাষ্ট্রের বুলধানা জেলায় নাগপুর-পুনে হাইওয়েতে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি পুনে থেকে মহারাষ্ট্রের বুলধানা জেলার মেহকরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে জোর ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৩ জন গুরুতর আহত। তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। এরপর আসে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সংঘর্ষে বাসের ভিতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।