Thursday , 10 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

নববর্ষে মিষ্টিমুখ বাঙালির সংস্কৃতি, বাড়িতে বানিয়ে নিন রকমারি মিষ্টি, রইল মিষ্টির রেসিপি

প্রতিবেদক
kartik pal
April 10, 2025 12:32 am

Newsbazar24:উৎসব মানেই মিষ্টি মুখ। নানান রকমের মিষ্টির জন্য দোকানে লাইন পড়ে। নববর্ষে মিষ্টিমুখ বাঙালির সংস্কৃতি। পয়লা বৈশাখে মিষ্টিমুখ ও হালখাতা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। এবার বাড়িতেই বানিয়ে নিন রকমারি মিষ্টি।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি
*****বাদাম বরফি*****
উপকরণ:৫০০ গ্রাম বাদাম, ২০০ গ্রাম চিনি, ১ কাপ ঘি, ৪ টি এলাচ।
প্রণালী:একটি পাত্রে প্রয়োজন মত কনডেন্সড মিল্ক নিন প্রয়োজন মতো ড্রাই ফ্রুট। ২ ঘন্টা মতো প্রথমে বাদামগুলো ভিজিয়ে রাখতে হবে । এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো মিক্সিতে বেটে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে দিতে হবে ও ভালোভাবে ভাজতে হবে ঘিয়ে। ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি ও এলাচ দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না চিনির জল শুকিয়ে যায়। শুকিয়ে মন্ড মতো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে একটু ঘি গ্রিজ করে তাতে মিশ্রণটি ঢেলে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে গারনিশ করতে হবে। এরপর ঠান্ডা করে বরফি আকার কেটে নিলেই তৈরি বাদাম বরফি।

****রসমালাই তৈরি*****

উপকরণ:ঘন দুধ- ২ লিটার, চিনি– ২ কাপ, লেবুর রস বা ভিনেগার- ১/৪ কাপ।
সিরার জন্য: চিনি-২ কাপ, জল-৪ কাপ, লেবুর রস বা ভিনেগার ১/৪ কাপ।
মালাই/রস-এর জন্য: দুধ/ ঘন দুধ- ১ লিটার, চিনি- ১/২ কাপ, এলাচ গুঁড়া।
মিষ্টির জন্য: ময়দা ১/২ টেবিল চামচ, বেকিং পাউডার- ১/৪ চা চামচ, সুজি – ১ চ চামচ, ছানা, ১ টেবিল প্রথমে ছানা তৈরির জন্য দুধ একবার জ্বাল দেয়া হয়ে গেলে লেবুর রস বা ভিনেগার দিয়ে ১ মিনিটের মত রেখে একটা পাতলা কাপড়ে জল ঝরাতে দিতে হবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হবে। ভালো করে চেপে জল ঝরিয়ে নিন। একটি বড় থালায় ছানাটা ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন জমাট বেঁধে না থাকে। তারপর ময়দা, সুজি, বেকিং পাউডার ও চিনি দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার দু’হাতের তালু দিয়ে গোল করে ছোট ছোট আকারের মিষ্টি বানান। পাশাপাশি একটি হাড়িতে সিরার জন্য জল ও চিনি ফোটাতে দিন। জল ফুটে উঠলে লেবুর রস বা ভিনেগার দিয়ে ছোট ছোট মিষ্টিগুলো হাড়িতে দিয়ে ঢেকে দিন। এলাচ দিয়ে ২০ থেকে ২৫ মিনিট এর মত ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ হয়ে ভেঙে না যায়।

মালাই/রস বানানো-:অন্য একটি ননস্টিক পাত্রে দুধ জ্বাল দিতে থাকুন, মাঝারি আঁচে নেড়ে নেড়ে দুধ আরো ঘন করুন, দুধ অর্ধেক হয়ে আসা পর্যন্ত এমনভাবে নাড়ুন যেন নিচে লেগে না যায় এবং সর হয়ে না যায়। এরপর চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। রস ঠান্ডা করুন, তারপর মিষ্টিগুলো সিরা থেকে তুলে রসে মেশান। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে আরো ঠান্ডা করুন। পরিবেশনের আগে পেস্তা ও বাদাম কুচি করে দিন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মুর্শিদাবাদের আহিরণ হল্ট স্টেশন এবং সুজনিপারা স্টেশনের মধ্যে ধস , বন্ধ ট্রেন চলাচল

Balurghat News:নির্বাচনের প্রাক্কালে যুব সমাজের একাংশ বিজেপিতে যোগদান করলেন

  জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির পরপর ৫টি বাইকে ধাক্কা , ঘটনা স্থলেই মৃত ৩

‘পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত’

মালদহের বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা সুব্রত রায়ের স্মৃতি বিজড়িত নাট্য দিনগুলোর আজ সপ্তম পর্ব পড়ুন।।

আজকের আবহাওয়া

কলকাতা শহরে বহুতল বাড়িতে আবার আগুন

দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি

প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখলেন ডি পি এস সি চেয়ারম্যান

হাওরায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত অভিজাত শপিং মল রাঘব প্লাজা