Newsbazar24: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রদর্শনে রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দিন কয়েক আগেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। তারপর বাংলার সমস্ত প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয় ছবিটি। এবার ফের বাংলায় প্রদর্শিত হবে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটি ঘিরে যাতে রাজ্যে অশান্তি না ছড়ায়, তার জন্য ৮ মে ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নির্দেশিকার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন ছবির নির্মাতারা। মামলার শুনানিতে রাজ্য সরকারের নির্দেশিকার কড়া সমালোচনা করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। অন্য কোনও রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানোয় যদি অশান্তি না বেধে থাকে, তাহলে বাংলায় কেন বাধবে? প্রধান বিচারপতি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের ছবিটির উপর নিষেধাজ্ঞার নির্দেশের কোনও যৌক্তিকতা নেই।’ উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ সিনমাটি নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়ছিল। ছবিটির বিষয়বস্তু ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এই অভিযোগও ওঠে। সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার বাংলার সিনেমা হলেও চলবে ছবিটি। আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যতেই স্পষ্ট জানিয়েছে আদালত।