Friday , 7 June 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

দেশের হয়ে শেষ ম্যাচ খেললেন সুনীল, গোলশূন্য ড্র করে পরবর্তী রাউন্ডে যাওয়া কঠিন হল

প্রতিবেদক
kartik pal
June 7, 2024 1:41 am

Newsbazar24:আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ভারতীয় দলের জয় অধরাই থেকে গেল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত। এর ফলে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বৃহস্পতিবার সুনীল আবেগে ভাসল গোটা কলকাতা। এই আবেগেই যুবভারতী ভরলেন বাংলার ফুটবলপ্রেমীরা। শেষবারের মত ভারতীয় দলের জার্সিতে মাঠে নামলেন ক্যাপ্টেন। এই ম্যাচের সাক্ষী হতে হাজির তাঁর পরিবারের সদস্যরা। স্ত্রী সোনম থেকে শ্যালক সাহেব ভট্টাচার্য, পিতা খর্গ ছেত্রী, প্রত্যেকেই উপস্থিত ছিলেন সুনীলের শেষ ম্যাচে। তবে আসেননি প্রাক্তন ফুটবলার তথা শশুর সুব্রত ভট্টাচার্য। রেনেডি সিং, বিজয়নের মতো প্রাক্তনীরা উপস্থিত ছিলেন।
ফিফা ক্রমতালিকায় কুয়েত ভারতের থেকে পিছনে, তার উপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রথম পর্বে এই দলটিকেই হারিয়েছিল ভারত। এই ম্যাচ জিতলে তৃতীয় রাউন্ডে উঠার পথ পরিষ্কার হয়ে যাবে, এমন অবস্থায় মাঠে নামে ভারতীয় দল।
মাঝ মাঠের ব্যর্থতায় প্রথমার্ধে সেভাবে বলই পেলেন না সুনীল। সাহাল-অনিরুদ্ধ থাপারা আক্রমণ করলেও তা কার্যকরী ভূমিকা নিতে পারল না, বরং পাল্টা আক্রমণে এসে ভারতীয় দলকে চাপে ফেলল কুয়েত।
প্রথমার্ধের ৩ মিনিটে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল কুয়েত, কিন্ত তা কাজে লাগাতে পারল না কুয়েত। দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন সুনীল, অল্পের জন্য পৌঁছতে পারলেন না। পারলে এগিয়ে যেতে পারত ভারত।
দারুণ গোল হতে পারত। গোল মিস করে মেজাজ হারালেন ভারত অধিনায়ক।২৪ মিনিটে কুয়েতের আলরশিদি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না।
এরপর প্রথমার্ধে বিক্ষিপ্তভাবে কিছু সুযোগ পেয়েছিল ভারত। জয় গুপ্তার দারুণ ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল সাহাল আব্দুল সামাদের কাছে। শরীর ছুড়ে ডিফেন্ডিং হাসান আলনেজির। সহজ হেড মিস করলেন আনোয়ার আলি। তাঁর হেড বার উচিয়ে বাইরে চলে গেল। জোড়া সুযোগ নষ্ট ভারতীয় দলের ফলে প্রথমার্ধ শেষ হল গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধে স্টিমাচ, সাহালের জায়গায় নামান ব্রেন্ডন ফার্নান্ডেজকে। অনিরুদ্ধ থাপার জায়গায় রহিম আলিকে মাঠে নামান। ৪৬ মিনিটের কুয়েতের সালের শট কোনও ক্রমে রুখে দিলেন গুরপ্রীত। এরপরই এগিয়ে যাওওয়ার সুযোগ পেয়েছিল ভারত। ৪৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন রহিম আলি, গোলরক্ষককে একা পেয়েও বল জালে রাখতে ব্যর্থ হলেন এই বঙ্গ ফুটবলার।
৫৫ থেকে ৬০ মিনিটের মধ্যে আক্রমণের চাপ বাড়ায় ভারত। এই সময়ের মধ্যে চারটি কর্ণারের সুযোগ পেলেও একটিতেও গোল করতে পারলেন না। ৬৯ মিনিটে লিস্টনকে তুলে মনবীর সিংকে নামাল ভারত। ৭৪ মিনিটে বক্সের মধ্যে প্রতিপক্ষে ফুটবলারকে ফাউল করলে কুয়েত, যা নিয়ে বিতর্কও কম হল না।
এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না ভারত। শেষ দিকে ম্যাচে উত্তেজনা ছড়াল। গোলশূন্য ভাবেই শেষ হল ম্যাচ।
ম্যাচ ড্র করার তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা আরও কমে গেল, এখন শেষ ম্যাচে কাতারের সঙ্গে জিততে হবে, সেইস অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি বাস পরিষেবা চালু হলেও যাত্রী নেই বাস মালিক সহ বাসের শ্রমিকরাও সংকটের মুখে।

কোন নকশায় নখ সাজাবেন? রইল জনপ্রিয় তিন নকশার খোঁজ

বালুরঘাট সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে এবার এপারের সমস্যা

ফুল শয্যার আগেই চাকরি গেলো পাত্রের ! বৌ ভাতের আনন্দে শুধুই বিষন্নতা

মহিলা ক্রিকেটে ঝুলনের ৪০ উইকেটের বিশ্বরেকর্ড, রেকর্ড অধিনায়ক মিতালিরও, সর্বোচ্চ জুটির রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে।।

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.৮

তরুণী চিকিৎসককে চটি, বাঁশ দিয়ে মারধর, সরকারি হাসপাতাল ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ চিকিৎসকদের 

দক্ষ মানুষদের দেশে স্বাগত জানাচ্ছেন ট্রাম্প

বাংলাদেশ আবারো মুসলিম মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দু মন্দির।।

রেডরোডে হনুমান জয়ন্তীতে অনুমতি দিলো না আদালত