Thursday , 12 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

দুর্ঘটনাগ্রস্থ বিমানের একাংশ ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলে, বেশ কিছু পড়ুয়াদের হতাহতের আশঙ্কা

প্রতিবেদক
kartik pal
June 12, 2025 8:40 pm

Newsbazar24:গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। যাত্রার পাঁচ মিনিটের মধ্যে গুজরাটের মেঘানিনগর এলাকার কাছে ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার জেরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেসামরিক বিমান চলাচলের ডিরেক্টর ফয়েজ আহমেদ কিদওয়াই জানিয়েছেন , লন্ডনগামী বিমানটি দুপুর ১:৩৮ মিনিটে বন্দর থেকে ছাড়ে এবং পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 ওড়ার কয়েক সেকেন্ড পরেই শেষ সংকেত পাঠায়। ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছয়।
কার্যত ওড়ার পরেই বিস্ফোরণ-ক্র্যাশ। জানা গিয়েছে, বিমানটি মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে ভেঙে পড়ে।
গুজরাত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ‘প্রাথমিকভাবে, আমরা জানতে পেরেছি যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে । ২-৩ মিনিটের মধ্যে পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় ৭০-৮০% এলাকা পরিষ্কার করা হয়েছে। সমস্ত সংস্থা এখানে কাজ করছে।’

হোস্টেলের ভিতরে অবস্থা


এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এই হস্টেলের মেসের উপর বিমানের কিছু অংশ ভেঙে পড়েছে। সেই সময়ই দাউদাউ করে জ্বলে ওঠে বিল্ডিংয়ের একাংশ। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। মৃত্যুও হতে পারে একাধিকের, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিমান দুর্ঘটনার কারণে মেঘানীনগরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন চীনা নাগরিক, ৭ জন পর্তুগালের। এই এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে প্রাণহানি হয়েছে তা বেদনাদায়ক, ভাষায় প্রকাশ করা অসম্ভব। দুর্যোগ মোকাবেলা বাহিনী দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ সাংঘভি এবং আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি।

সর্বশেষ - মালদা

আপনার জন্য নির্বাচিত

গুঁড়ো মশলা ব্যবহার করছেন! সাবধান, গুঁড়ো মসলার ভেতরে কি পাওয়া গেল জানতে পড়ুন

নির্বাচন কমিশনার বাছাই করার প্যানেলে থাকবেন না প্রধান বিচারপতি

নির্বাচন কমিশনার বাছাই করার প্যানেলে থাকবেন না প্রধান বিচারপতি

‘ইতু পুজো’ – গ্রাম বাংলার লোক-জীবনের একটা বড়ো উৎসব

বকেয়া ডিএ নিয়ে ‘ব্যাখ্যা’ চাইতে আবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার, উদ্দেশ্য কি, আবারো কর্মচারীদের আইনি জটিলতায় ফেলে দেওয়া?

নিজের সন্তানকে বলি দিয়ে হৃৎপিণ্ড রান্না করে খেল মা! পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে এই কাণ্ড মায়ের

নবগ্রামে পথদুঘটনায় মৃত্যু সাগরদীঘির যুবকের

পহেলগাঁও কাণ্ডের পরে চিন সফরে পাক বিদেশমন্ত্রী 

প্রায় ৬০০ জন বাংলাদেশীর ভারতে ঢোকার চেষ্টা ! জলপাইগুড়ি সীমান্তে আটকালো বি এস এফ

বর্ধমানের আমাদপুরের চৌধুরী বাড়ির পুজো , বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় চাল-ডাল

Dakshin Dinajpur news:বালুরঘাট শহরে শুরু হল দখলমুক্ত ফুটপাত অভিযান