Newsbazar24: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। দিল্লিকে ৭৭ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে প্লে-অফে চলে গেল চেন্নাই।
এদিন প্রথমে ব্যাট করে ২২৩ রান তোলে চেন্নাই। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়ই কার্যত শেষ করে দেন দিল্লি বোলারদের। কনওয়ে ৫২ বলে ৮৭ এনং ঋতুরাজ ৫০ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে শিবম দুবে (৯ বলে ২২) এবং রবীন্দ্র জাদেজাও মারকুটে ৭ বলে ২০ রানের ইনিংস খেলেন। ২২৪ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে পাওয়ার-প্লেতেই কার্যত ম্যাচ থেকে বেরিয়ে যায় দিল্লি। পাঁচ ওভারেই ৩ উইকেট খুইয়ে ফেলে তারা। শেষে ক্যাপিটালসের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪৬ রানে। এই জয়ের ফলে চেন্নাইয়ের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গেল।