Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

দর্শনার্থীদের জন্য বন্ধ  করে দেওয়া হলো মিঠুনের হাতে উদ্বোধন হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

 news bazar24: সপ্তমির রাত সাড়ে দশটা নাগাদ প্রশাসনের তরফে এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো । দর্শনার্থীদের জন্য বন্ধ  করে দেওয়া হলো  কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল। এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে বলে জানা গিয়েছে। পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের জন্যই প্রশাসনের তরফে পুজো প্যাণ্ড্যালে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিজেপির নেতাদের এক অংশের দাবি এই বন্ধের পেছনে রাজনৈতিক গন্ধ আছে।

বলা বাহুল্য, কলকাতার যে পুজোগুলি দর্শকদের কাছে আকর্ষণীয় তার মধ্যে অন্যতম হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এই পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে  একটি সূত্র জানা গেছিলো।

      কিন্তু সময়াভাবে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী আসতে পারেননি। তাই এবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর এবছর এই পুজোর থিম মোদীর দেওয়া নাম  ‘আজাদিকা অমৃত মহোৎসব’। প্যাণ্ড্যাল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দিন থেকেই কাতারে কাতারে দর্শক ভিড় জমিয়েছেন এই পুজোয়। ভেতরে যাওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। কিন্তু সপ্তমীর রাতে ভিড় এতটাই বেড়ে যায় যে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে পুজো প্যাণ্ড্যালে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য কোন শর্তে আর খোলা হবে কিনা সেই বিষয়ে জানা যায় নি ।

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin