Sunday , 12 January 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

দরদী জনবিজ্ঞান সাধক সোমশংকর সিংহ না ফেরার দেশে

প্রতিবেদক
kartik pal
January 12, 2025 10:38 pm

Newsbazar24:জনবিজ্ঞান আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সোমশংকর সিংহ না ফেরার দেশে চলে গেলেন। শনিবার ১১ই জানুয়ারি সকালে, কলকাতার গড়িয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেখে গেলেন স্ত্রী পুত্র কন্যাসহ অসংখ্য অনুরাগীকে। বিজ্ঞান-পাগল এই মানুষটির মৃত্যুতে মালদা জেলার বিজ্ঞানচর্চা থেকে শিক্ষা ও সাহিত্য জগতে নেমে আসে শোকের ছায়া। তাঁর মরদেহ আজ সকালে মালদা শহরের অতুল মার্কেটে জেলা বিজ্ঞান মঞ্চের নিজস্ব অফিসের নিচে শায়িত রাখা হয়। বিজ্ঞানমনস্ক মানুষ ও সাধারণ মানুষে ও তার অনুরাগীরা শ্রদ্ধা জানান।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদা জেলার প্রতিষ্ঠাতা সংগঠক এবং অন্যতম কর্মকর্তা, মোথাবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী, জনবিজ্ঞান আন্দোলনে বিভিন্ন
সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন।যুক্তিবাদের পক্ষে ও কুসংস্কারের বিপক্ষে তিনি সবসময় তিনি সবসময় সোচ্চার হতেন । সাহিত্যে বিশেষত ইতিহাস ভিত্তিক সাহিত্যে তাঁর অনুরাগ ছিল। ভারতবর্ষের যেখানেই তিনি যেতেন সেখানে যদি বিজ্ঞানের কোনও অনুষ্ঠান পেতেন, তাহলে তিনি নিজেকে বিজ্ঞানকর্মী পরিচয় দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। সদাহাস্য, প্রাণচঞ্চল এই মানুষটির হাত ধরেই মালদা জেলা থেকে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
সাংবাদিক হিসেবে প্রত্যন্ত গ্রামেগঞ্জে ছুটে যেতেন, অনেক সময়ই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে, লেখালেখিসহ এডিটিং এর কাজ করতেন। বিজ্ঞানের প্রবন্ধসহ বিজ্ঞান মঞ্চের খুঁটিনাটি খবরগুলি বিভিন্ন পত্রিকাতে তুলে ধরতেন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতিষ্ঠার আগে থেকেই মালদা জেলায় বিজ্ঞান জনপ্রিয়করণ ও বিজ্ঞানচেতনা বৃদ্ধিতে প্রয়াসী হয়েছেন, বন্ধু ও ছাত্রছাত্রীদের বিজ্ঞানের আঙিনায় আনার চেষ্টা করেছেন। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর জেহাদ বিজ্ঞানকর্মীদের সংগঠিত করেছে। মালদা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । জেলায় বিজ্ঞান মঞ্চকে তিল তিল করে সমৃদ্ধ করেছেন তিনি ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলা কমিটি উদ্যোগে প্রভা আই ব্যাংকে উনার কর্নিয়া দান করা হয়েছে।
এর পর আজ সকালে তার মৃতদেহ মালদা মেডিক্যাল কলেজে শিক্ষাবিজ্ঞানের কাজে দান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজ্ঞানমনস্ক বহু মানুষ ও সাধারণ মানুষেরা।
(তথ্য সংগ্রহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখা ও সুনীল কুমার সরকারের লেখা থেকে সংগৃহীত)

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত