Newsbazar24: ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই সৌরভকে রাজ্যের পর্যটন দপ্তরের শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব দিয়েছিল ত্রিপুরা সরকার। সূত্রের খবর, মঙ্গলবার ত্রিপুরা সরকারের সেই প্রস্তাবে সায় দিয়েছেন ‘দাদা’। এদিন সৌরভের বেহালার বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে আমন্ত্রণ জানান তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের সচিব উত্তম চাকমা এবং অধিকর্তা তপন দাস। মন্ত্রী সুশান্ত চৌধুরি নিজেই এদিন সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে বলেন, ‘গোটা বিশ্বের সামনে ত্রিপুরার আকর্ষণীয় পর্যটনক্ষেত্রগুলোর ব্যাপক প্রচার হওয়া দরকার। এর জন্য চাই এমন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাঁকে গোটা দুনিয়া এক ডাকে চেনে। আমাদের প্রিয় দাদা, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ছাড়া এই রকম আর কে আছেন ! ত্রিপুরা পর্যটনের বিভিন্ন দিক নিয়ে দাদা-র সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে।’ সৌরভকে উত্তরীয় পরিয়ে এবং মা ত্রিপুরেশ্বরীর প্রতিকৃতি দিয়ে অভিনন্দন জানান মন্ত্রী।