news bazar24:
পাকিস্তানের জঙ্গিসংগঠন লস্কর-ই-তইবা এবার নয়াকৌশল অবলম্বন করতে চলেছেন। বহুবারই তাঁরা সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারেন নি। তাই এই নয়া পন্থা রপ্ত করতে ব্যস্ত তাঁরা। সে নয়া পন্থা হলো ড্রোনের মাধ্যমে তাঁরা সীমান্ত পেরিয়ে যাবেন এবং ভারতে মাদক এবং অস্ত্র পাচার করবেন।
একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে একটা ড্রোন থেকে এক জঙ্গি জলাভূমিতে লাফ দিচ্ছে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। বলা হচ্ছে জঙ্গি গোষ্ঠী লস্কর ড্রোনের মাধ্যমে ভারতের জঙ্গি প্রবেশের চেষ্টা করছেন। জঙ্গি সংগঠন লস্করের তারই প্রশিক্ষণ চলছে। তবে এই ভিডিও চিন্তা বাড়িয়েছে ভারতের। তাহলে কি লস্কর এবার পরিকল্পনা করছে জম্মু-কাশ্মীরে জঙ্গি ঢোকানোর।
গোয়েন্দা সূত্রে বলা হয়েছে গত মাসেই পাঞ্জাবে একটি মানব বহনকারী ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং তা থেকে জঙ্গি নামানো হয়েছিল। এই সমস্ত ড্রোনগুলি প্রায় ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং একটি মানুষকে বহন করে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলেই জানা গিয়েছে। তবে এহেন কৌশলকে ঘিরে ভারতের চিন্তা বাড়াচ্ছে।