Newsbazar 24:ট্রেনে হকারি বন্ধের সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেল সূত্রে জানা গেছে হাওড়া-শিয়ালদা দিয়ে চলাচলকারী ৪৭ টি ট্রেনে এবার বন্ধ হচ্ছে হকারি। ট্রেনে হকাররা যে জিনিসগুলো বিক্রি করতেন সেগুলি এবার ভেন্ডারদের কাছ থেকে পাওয়া যাবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নয়ডার একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইআরসিটিসি। ওই সংস্থার কর্মীরা মিথিলা এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে গিয়ে বাধার মুখোমুখি হন। তারপরে তারা জিআরপিকে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। এরপর তাঁরা অভিযোগ জানান আরপিএফকে। তাঁদের অভিযোগ পেয়ে আরপিএফের তরফ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানিয়েছেন, বেআইনিভাবে কেউ যদি ট্রেনে হকারি করেন, তাহলে গ্রেপ্তার করা হবে। স্বাভাবিকভাবেই রেলের
সিদ্ধান্তে হকাররা গর্জে উঠেছেন। রেলের এই সিদ্ধান্তে হাজার হাজার হকার যারা ট্রেনের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করছিলেন, তাঁরা বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা । রেলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান এই সিদ্ধান্তের ফলে বহু গরীব পরিবারের সংসার পথে বসবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বাতিলের জন্য আন্দোলনে নামা হবে। অন্যদিকে আইএনটিটিইউসি পূর্ব রেলের হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক বাপি ঘোষ জানিয়েছেন, এবার থেকে অসংরক্ষিত কামরায় হকারি চলবে। সব মিলিয়ে রেলের সিদ্ধান্তে হকাররা গভীর সংকটের মুখে।