NEWS BAZAR24:
কোথাও যদি ঘুরতে যেতে চান তাহলে আপনার সঙ্গী হবে ট্রলি। ভারী মালপত্র বোঝাই করা ট্রলি যাতে সুবিধা মতোই এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায় কার জন্য বর্তমানে ব্যবহার হচ্ছে চাকা। কোথাও ঘুরতে গেলে তো ট্রলি অবশ্যই প্রয়োজন, কিন্তু ধরুন কোন দেশে আপনি ঘুরতে গেছেন কিন্তু সেখানে ট্রলি বা ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কারণ সে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তাহলে আপনি কি করবেন?
বাস্তবে এরকমই এক নির্দেশিকা জারি করেছে ভূমধ্যসাগরের তীরে ইউরোপের ক্রোয়েশিয়ার অন্যতম একটি জনপ্রিয় বন্দর শহর দুব্রোনিক। এই জনপ্রিয় শহরটিতে রয়েছে স্বর্গীয় নানারকম দৃশ্য সাথে মধ্যযুগীয় স্থাপত্য এবং সেখানে নানা রঙের বৈচিত্র যা, হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে।
একটি প্রতিবেদনে দাবি করে বলা হয়েছে, ক্রমাগত যেভাবে পর্যটকদের সংখ্যা বাড়ছে তাতে ট্রলির চাকার শব্দ বাড়ছে বহুগুণ। যা স্থানীয়দের ক্ষেত্রে একটি অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। ইতালির রোম, সিয়েনার মতো শহরগুলি ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই সমস্ত শহরগুলির রাস্তাঘাট, অলিগলি সমস্ত কিছুই পাথর বিছানো।
ক্রোয়েশিয়ার এই শহরেও ঠিক এমনই ব্যাপার। পাথুরে রাস্তায় ট্রলির চাকা টেনে নিয়ে গেলে যে আওয়াজ হয় সেই আওয়াজে শব্দ দূষণ হয়। সেই কারণেই এই শহরের মেয়র মাটো ফ্রাঙ্কোভিক এই নিয়ম জারি করেছেন।
প্রশাসনের তরফ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, কেউ যদি এই নিয়মের বাইরে যায় বা ভঙ্গ করার চেষ্টা করে তবে তাকে প্রায় ২৮৮ ডলার, ভারতীয় মুদ্রায় ২৩ হাজার ৬৩০ টাকা জরিমানা হিসেবে দিতে হবে।