Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

টানা ছুটি মিলতেই পর্যটকের ঢল নামল পাহাড়ে

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: টানা ছুটি মিলতেই পর্যটকের ঢল নামল পাহাড়ে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের হোটেল এবং হোমস্টেগুলোতেও উপচে পড়ছে ভিড়। ল্যান্ডরোভার্সের টানে অনেকে ‘হিমালয়ান সাফারি’-র জন্য পাড়ি জমিয়েছেন সান্দাকফু, মানেভঞ্জনে। ট্রেকিংয়েও লম্বা লাইন। পা রাখার জায়গা নেই ম্যালে। আশপাশের চা বাগানগুলোতেও একই ছবি। পর্যটন সংস্থা ও হোটেল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ১ মে পর্যন্ত নয়। ১৫ জুন পর্যন্ত বেশিরভাগ হোটেল এবং হোমস্টে ফুল বুকিং আছে। পর্যটকের ঢল নামতে খুশি পাহাড়বাসী। পর্যটন সংস্থাগুলোর দাবি, এই মূহূর্তে পাহাড়ে দেড় লাখের বেশি পর্যটক আছে। তিনদিন ছুটি মেলায় ওই পরিস্থিতি বলেই মনে করছেন দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের কর্তারা। তাঁরা জানিয়েছেন, ভিড় বাড়লেও পাহাড়ে হোটেল ও হোমস্টেতে থাকার জায়গা মিলবে। ১৫ জুন পর্যন্ত হোটেলের ৮০ শতাংশ রুম বুকিং আছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে অন্তত আঠারোশো হোমস্টে রয়েছে। সেখানেও একই ছবি। অনেকদিন পর এবার স্বাভাবিক ছন্দে দার্জিলিং ও কালিম্পং পাহাড়।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News