news bazar24:
এবারে এশিয়া কাপের ম্যাচগুলি সমস্তটাই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি সুপার ফোরের ম্যাচ যেটি হওয়ার কথা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচের রিজার্ভ দিন রাখা হয়েছিল কারণ আবহাওয়াবিদদের মতামত ছিল বৃষ্টি হবার। সেইমতো বৃষ্টিও হয়েছে।
শেষ পর্যন্ত রিজার্ভ দিনেই শেষ হয়েছে খেলা। তবে জানা গিয়েছে বাকি যে সমস্ত ম্যাচগুলি হতে চলেছে তার জন্য কোন নির্দিষ্ট রিজার্ভ দিন নেই। যার ফলে চাপ যথেষ্টই। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু এবং শেষ করতেই হবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টি নেমেছিল অঝোরে যে কারণে দেরি হয়েছে টস করতেও।
অবশেষে যখন বৃষ্টি নামে মাঠকে খেলার উপযোগী করে তোলা হয় এবং ওভার কমিয়ে ফেলা হয়। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ হয়। তবে এশিয়া কাপে ভালো রেট রয়েছে শ্রীলংকার যে কারণে ফাইনালে ওঠার প্রবল সম্ভাবনা তাদের। অপরদিকে পাকিস্তানের খালি হাতে ফেরার আশঙ্কা রয়েছে।