Newsbazar 24:-জেলার চরম রক্ত সংকট নিরসনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ড্রাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের মালদা ডিপো,চাঁচোল ডিপো, ও ফরাক্কা ডিপোর যৌথ উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, আজ বৃহস্পতিবার মালদহ শহরের পুরনো স্টেট বাস ডিপোয় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৩২ জন রক্তবন্ধু সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন । শিবিরে বক্তব্য রাখেন আইএনটিটিইউসি মালদা জেলার সভাপতি শুভদীপ সান্যাল, আইএনটিটিইউসি্র এন বি এস টি সি মালদা ডিপোর যুগ্ম সম্পাদক বিপ্লব ঘোষ, মালদা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট অরবিন্দ ব্যানার্জি, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদহ মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী দোলন ব্যানার্জি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদা ডিপোর সৌমেন বাগচী মহাশয়।