Tuesday , 29 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার, কাউন্সিল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ এবিভিপি

প্রতিবেদক
kartik pal
April 29, 2025 4:38 pm

Newsbazar24:দীর্ঘ বেশ কয়েক বছর পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার। দীর্ঘদিন ধরে বাম এবং অতিবামদের কব্জায় ছিল জেএনইউ ছাত্র সংসদ। আর সেখানেই কাউন্সিলর নির্বাচনে বাজিমাত করল গেরুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও কেন্দ্রীয় শীর্ষ পদগুলির চারটির মধ্যে তিনটিতেই নিজেদের আসন ধরে রেখেছে বামেরা।
প্রসঙ্গত গত ২৫ এপ্রিল ছাত্র সংসদ নির্বাচন হয় জেএনইউ-তে। রবিবার সন্ধে গড়িয়ে যায় ফলাফল স্পষ্ট হতে। সোমবার সকালে সরকারিভাবে ফলাফল ঘোষিত হয়। কেন্দ্রীয় প্যানেলের তিন শীর্ষ পদ সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাম এবং অতিবামদের দখলেই থাকলো। অন্যদিকে যুগ্ম সম্পাদকের পদে দীর্ঘ ৯ বছরের খরা কাটাল এবিভিপি। বাকি আসনগুলিতেও বামেদের ঘাড়ের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলেছে এবিভিপি। এবারের নির্বাচনে একাই লড়েছে এবিভিপি। দুটি ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা জোট করে লড়েছে বামেরা
ছাত্র সংসদের সভাপতি হিসেবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওরফে AISA ও ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন ওরফে DSF সমর্থিত প্রার্থী নীতিশ কুমার ১৫৭৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রধান প্রতিপক্ষ এবিভিপির শিখা স্বরাজ পান ১৩৭৫টি ভোট। সহ সভাপতি পদে এবিভিপির নিতু গৌতম প্রথমে এগিয়ে থাকলেও পরে তাঁকে পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী মনীষা জয়ী হন। মনীষা মাত্র ৩৪ ভোটে জয়ী হন। সাধারণ সম্পাদক পদেও AISF-DSF সমর্থিত প্রার্থী মুন্তেহা ফতিমা এবিভিপির কুণাল রাই-কে হারিয়ে জয়ী হন।
একমাত্র যুগ্ম সম্পাদকের আসনটি জয় লাভ করে এবিভিপি। সংগঠনের বৈভব মীনা পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী নরেশ কুমারকে। দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে এবারের নির্বাচনে জয়ী হলেন বৈভব মীনা। তবে সভাপতি পদে শেষবার এবিভিপি জয়ী হয়েছিল সেই ২০০০-২০০১ সালে। এবিভিপির সন্দীব মহাপাত্র জয়ী হয়েছিলেন সেবারে।
এদিকে জেএনইউয়ের কাউন্সিলর নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৪টিতেই জিতে ইতিহাস গড়েছে এবিভিপি। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস ও আন্তর্জাতিক বিদ্যা, সংস্কৃত ও ইন্ডিক স্টাডিজে এবিভিপির জয়জয়কার। ১৯৯৯ সালের পর এটাই এবিভিপির সেরা জয়।
এক বিবৃতিতে এভিবিপি জানায়, “জেএনইউ-তে এই জয় এবিভিপির কঠোর পরিশ্রম ও ছাত্রদের আস্থার প্রমাণ। জাতীয়তাবাদের ধারণা ফুটে উঠেছে। বামেদের চিরাচরিত আধিপত্য মুছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবিভিপি।” যুগ্ম সম্পাদক পদে জিতে বৈভব মীনা বলেন, “এই জয় আমার একার নয়। আদিবাসীদের জয় ও রাষ্ট্রবাদের জয়। বহু বছর ধরে যার গলা টিপে ধরে রেখেছিল বামেরা।” প্রসঙ্গত, গত ২৫ এপ্রিলের ভোটে ৭ হাজার ৯০৬ জন পড়ুয়াদের মধ্যে ৫ হাজার ৫০০ জন পড়ুয়া ভোটদান করেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Panchayat Election 2023: পুরাতন মালদহ ব্লকে মঙ্গলবারও মনোনয়ন পর্ব নির্বিঘ্নেই শেষ হয়েছে

দ্বিতীয় দফা নির্বাচনের আগে নিরাপত্তাকে আরও কঠোর করতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

মালদা জেলার নদীগুলির জল একনাগাড়ে বেড়ে চলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, লাল সতর্কতা জারী

Murshidabad News:বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর

মালদা জেলা জুড়ে বিদ্যুৎ পরিষেবা আরো উন্নতির লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে ঃ RM

বাংলাদেশে আবার ভাঙা হলো হিন্দু মন্দির

নেপালে  বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ! ভারতীয় পর্যটকদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনছে কেন্দ্র  

Siliguri news:অবৈধ কল সেন্টারে পুলিশের হানা, ৫ মহিলা সহ গ্রেপ্তার ২০

‘বিজমুলের ‘ প্রথম প্রার্থী উত্তর বঙ্গের ধূপগুড়িতে ! বিজেপি ও তৃণমূল কে হারাতে সক্ষম হতে পারেন বিজমুল প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়

শর্ত মানলেই নবান্নতে আলোচনায় বসতে রাজি , জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা