Newsbazar24: মে মাস শেষ হতে চলেছে এবং এখন কয়েকদিনের মধ্যেই নতুন জুন মাস শুরু হবে। পরবর্তী মাসে অর্থাৎ জুন ২০২৩-এ ব্যাঙ্কগুলির ১২ টি ছুটি রয়েছে। এই ছুটির দিনগুলো মাথায় রেখে ব্যাঙ্ক শাখার কাজ করা যাবে। আপনাকেও যদি পরের মাসে ব্যাঙ্কে যেতে হয়, তবে প্রথমে অবশ্যই এই তালিকাটি আগে থাকতে দেখে নিন। জুন মাসের ১২ টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলি অর্থাৎ ৬ টি সাপ্তাহিক ছুটি। এগুলো বাদে বাকি ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক উৎসব ও বর্ষপূর্তির কারণে।
জুন মাসে ছুটির দিনের তালিকা:
৪ জুন রবিবারের কারণে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১০ জুন দ্বিতীয় শনিবারের কারণে ছুটি থাকবে ব্যাংকগুলি।
১১ জুন রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
১৫ জুন বৃহস্পতিবার রাজা সংক্রান্তির কারণে মিজোরাম এবং ওডিশায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১৮ জুন রবিবারের কারণে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২০ জুন বৃহস্পতিবার রথযাত্রার কারণে ওডিশায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৪ জুন চতুর্থ শনিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
২৫ জুন রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
২৬ জুন খার্চি পুজো উপলক্ষ্যে ত্রিপুরাতে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৮ জুন মঙ্গলবার মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কেরল রাজ্যে ব্যাংকগুলি বন্ধ থাকবে।
২৯ জুন বৃহস্পতিবার ইদের জন্য সারা দেশে ছুটি।
৩০ জুন শুক্রবারও বেশ কিছু এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ থাকবে। গ্রাহকরা শুধুমাত্র ব্যাঙ্কে গিয়ে কাজটা এই ১২ দিন করতে পারবেন না। তবে এটিএমে টাকা জমা দেওয়া কিংবা টাকা তোলার কাজ করতে পারবেন।