news bazar24 : জীবন যুদ্ধের সংগ্রামে লড়াই শেষ হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। আজ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিলো মাত্র ২৪ বছর।
এর আগে দু’বার মারণ ক্যানসার থাবা বসিয়েছিল ঐন্দ্রিলার শরীরে।প্রথমে ২০১৫ সালে একবার এরপর ২০২১ সালে । গত বছরই ডিসেম্বরেই দ্বিতীয়বার ক্যানসার জয় করে সুস্থতার দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি। নিজের চেষ্টায় আবারো ফিরেছিলেন টেলিভিশনের পর্দায়। কিন্ত্ু নিয়তি !একবছরের মধ্যেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপর গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার।তারপর থেকেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা । মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। খবরে প্রকাশ, ঐন্দ্রিলার যেদিকে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বাঁধতে শুরু করে। গত বুধবার সকালে পরপর হার্ট অ্যাটাক হয়। ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয় । এরপর কাল শনিবার রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় । রবিবার দুপুর ১টা নাগা হারিয়ে ফেলেন লড়াই করার ক্ষমতা । শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।
এক নজরে-
২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় আগমন ঐন্দ্রিলার। সেই ধারাবাহিকে ঐন্দ্রিলার বিপরীতে ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কাজের মাঝেই গড়ে ওঠে বন্ধুত্ব। পরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায়।
এরপর ২০১৯ সালে ঐন্দ্রিলাকে দেখা যায় ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে। সম্প্রতি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ‘ভাগার’ ওয়েব সিরিজে অভিনয় করছিলেন ঐন্দ্রিলা। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া অভিনয় জগতে।