Newsbazar24: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি পড়ল গভীর খাদে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৭ জনের। গুরুতর আহত ২ জন। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে দাংদুরু বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী ছিলেন সেই গাড়িতে। সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কিস্তওয়ার পুলিশের ডিসি দেবাংশ যাদব জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ফোন করে জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রের তরফে সবধরনের সহায়তা করা হবে।