Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

চেন্নাইয়ে গানের অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য দায়ী রহমানই?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্য রাম প্যালেস সিটিতে আয়োজিত হয়েছিল রহমানের কনসার্ট। এই কনসার্ট ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অনুষ্ঠানের জায়গায় অতিরিক্ত ভিড় এবং তা সামলানোর গলদ থাকায় শুরু হয়ে যায় ধাকাধাকি। বহু শ্রোতা পদস্পৃষ্ট হয়ে মারা যান, এমনকি বহু মহিলা শ্রোতা শ্রীলতা হানির শিকার হন।

সমাজ মাধমে এই ঘটনাটি তুলে ধরে চলে পাল্টা অভিযোগের পালা। এবার অনুষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া নিয়ে মুখ খুললেন অনুষ্ঠানের আয়োজকরা। একটি বিবৃতি জারি করে বলেন, আমাদের লক্ষ্য ছিল শ্রোতাদের একটি স্মরণীয় কনসার্টের অভিজ্ঞতা উপহার দেওয়া কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে উঠল না। অনেক অনুরাগী অনুষ্ঠানের জায়গা পর্যন্ত পৌঁছতে পারেননি যার দায় আমরা নিচ্ছি। এতে রহমানের কোন দোষ নেই। তিনি তার কাজ করেছেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের বহু শ্রোতারা উপভোগ করেছেন তার গান। অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার সমস্ত গাফিলতি আমরা নিজের ঘাড়ে পেতে নিচ্ছি। এই বিশৃঙ্খলার দায় এ আর রহমানকে যেন না দেওয়া হয়।

রহমানের উক্ত অনুষ্ঠানে জায়গা ছিল প্রায় ৫০ হাজার মানুষের। তার থেকে অনেক বেশি সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছিল তাই এত সমস্যা তৈরি হয়। তবে আয়োজকরা দাবি করেছেন কোন লাভের লোভে বেশি সংখ্যক টিকিট বিক্রি করেননি তারা বরং টিকিট জালিয়াতির কারণেই সমস্যা তৈরি হয়। বহু মানুষের কাছে টিকিট থাকা সত্ত্বেও তারা প্রবেশ করতে পারেননি সঠিক স্থানে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin