Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

চুল কে আকর্ষণীয় করে রাখতে রাতে এই নিয়ম গুলো মেনে চলুন…

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:  সুন্দর চুলের পূজারী সবাই, সে কারনেই নিজের চুলকে সবাই আকর্ষণীয় করে রাখতে চাই ৷ আর সে কারনেই  বেশীরভাগ মানুষ  বিউটি স্যালোঁ বা রূপ বিশেষজ্ঞ-র কাছে যান ৷অনেকের ইচ্ছে পূরণ হয়।আবার অনেকের  নিয়মিত স্পা, নানা দামি দামি ট্রিটমেন্ট করেও মন মতো সুন্দ চুল পান না ৷ কিন্তু জানেন কি? কোনও টাকা খরচ না করেই, বাড়িতে কিছু জিনিস মেনে চললেই পেতে পারেন আকর্ষণীয় সুন্দর চুল ৷

ভাবছেন ! কী করবেন? তাহলে জেনে নিন…

১) কখনই নোংরা চুলে ঘুমিয়ে পড়বেন না।সে দেনেই হোক বা রাত। সারাদিন যদি আপনি বাইরে থাকেন তা হলে তো একদমই না। মনে রাখতে হবে সারাদিন ধুলো বালি নোংরা পলিউশন ইত্যাদি চুলের অনেক ক্ষতি করে। নোংরা চুলে ঘুমোলে তা আপনার চুলের গোড়া বন্ধ করে দিবে। তাই চুল যদি নোংরা হয় তাহলে চুলকে ধুয়ে নিতে হবে। রাতে শ্যাম্পু করে নিলে একটা সুবিধেও আছে তা হলো সকালে শ্যাম্পু করার তাড়া থাকে না আর আপনার অনেকটা সময় বাঁচে। তবে অবশ্যই ভালো করে চুল মুছে মুছে নেবেন।

২) ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। চুল শুকোবার জন্য ভালো করে তোয়ালে দিয়ে মুছে নেবেন আর তারপরে মোটা চিরুনি দিয়ে হালকা করে আঁচড়াতে থাকুন। জোরে জোরে না চুল আঁচরে হালকা হাতে আঁচরে নিন ৷ফ্যান বা রোঁদে শুকিয়ে নিন। ভেজা চুলে জোর দিয়ে আঁচড়ালে  চুলের ক্ষতি করে। এতে চুলের ডগা শিথিল হতে পারে। খুব ভালো হয় যদি একটু ড্রাই শ্যাম্পু লাগিয়ে নেওয়া যায়। ভেজা চুলে শুলে তা চুলের ক্ষতি তো করবেই আর তাছাড়া ঘুম থেকে ওঠার পরে তা অনেক জট ফেলবে।

৩) মোটা চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন। এর ফলে আপনার চুলে বিভিন্ন ময়লা আর কেমিক্যাল অনেকটা দূর হয়ে যাবে।

৪) জট ছাড়ানো হয়ে গেলে একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে সেটা মাথায় লাগাতে হবে। ভিটামিন ই চুলের খাদ্য হিসেবে খুবই ভালো। এটা চুল পড়া, শুষ্ক ও নির্জীব চুল, পাতলা চুলে দারুণ কাজ করে।  এটা ত্বকের জন্যও খুব ভালো।আপনি নিয়মিত সাতদিন করে খেতেও পারেন।

৫) অনেকেই চুল খুলে শুয়ে পড়েন কিন্ত সেটা চুলের ক্ষতি করে। তাই শোয়ার আগে চুল সবসময় বেঁধে নিন। শোবার সময় লম্বা বা মাঝারি চুলের জন্য বেনুনি বাঁধা যেতে পারে। যাদের একটু ছোট চুল তারা উঁচু করে পনি টেল বেঁধে নিতেন পারেন।

৬) সঠিক বালিশ নির্বাচন করাটাও জরুরী। তুলোর সংস্পর্শে এলে আমাদের চুল কিন্ত পড়ে যায়। তুলোর সংস্পর্শে চুল শুষ্ক হয়ে যায় আর তার ফলে চুল পড়ে যায়।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin