Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দিলো ‘টি টি স্যার’ । পা বাদ গেলো এক ভারতীয় সেনার

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin
এই রাজ্যের শিয়ালদহ, হাওড়া, ব্যন্ডেল ,নবদ্বীপ, বর্ধমান এই কয়েকটি স্টেশনে টিটি রা কার্যত গুন্ডা গিরির ভুমিকা নিয়ে থাকে, প্রচুর অভিযোগ শোনা যায়। রেল বোর্ডের উচিত এই ধরনের মস্তান দের সনাক্ত করে অন্য কোন বিভাগে ট্রান্সফার করার।

news bazar24 : আবারো ভারতীয় রেলে মানুষ খেকো টিটির সন্ধান পেলো দেশবাসী । এবার ট্রেন থেকে ধাক্কা মেরে এক ভারতীয় সেনাকে নিচে ফেলে দেবার অভিযোগ উঠলো টিটির বিরুদ্ধে।   

এই অপরাধ মূলক (এটেম টু মার্ডার)এর মত ঘটনাটি ‘’টিটি সাহেব’’ ঘটিয়েছে    ডিব্রুগড়–দিল্লি রাজধানী এক্সপ্রেসে। ঘটনায় দেশের বীর সন্তান জওয়ান সোনুর একটি পা বাদ গেছে। এখনও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই জওয়ান।

জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকালে বরেলি জংশনে টিকিট পরীক্ষক ( সম্ভবত বাবার চাকরি পাওয়া )  সুপন বোরের সঙ্গে তর্কাতর্কি হয় ওই জওয়ানের। এরপরই আচমকা চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে বরেলি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওই জওয়ানকে ফেলে দেয় বলে  বলে অভিযোগ। ঘটনার পর ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে টিকিট পরীক্ষক পলাতক।এবং সহ কর্মীরা তাকে লুকিয়ে রেখেছে বলেও অভিযোগ।রেল সূত্রে জানানো হয়েছে , সিসিটিভি ফুটজে খতিয়ে দেখার কাজ চলছে প্রকৃত ঘটনা জানার জন্য,তারপর রেল ব্যবস্থা নেবে।  

তবে সূত্রের খবর, টিকিট নিয়ে দু’‌জনের ঝামেলা চলছিলো। এরপরই ওই টিকিট পরীক্ষক আচমকা ধাক্কা দেয় জওয়ানকে। জওয়ান ট্রেনের নীচে পড়ে যান। দ্রুততার সঙ্গে মিলিটারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর একটি পা কাটা গেছে।

উল্লেখ্য, এই রাজ্যের শিয়ালদহ, হাওড়া, ব্যন্ডেল ,নবদ্বীপ, বর্ধমান এই কয়েকটি স্টেশনে টিটি রা কার্যত গুন্ডা গিরির ভুমিকা নিয়ে থাকে, প্রচুর অভিযোগ শোনা যায়। রেল বোর্ডের উচিত এই ধরনের মস্তান দের সনাক্ত করে অন্য কোন বিভাগে ট্রান্সফার করার।

 

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin