Newsbazar24 :প্রতি বছর গরমের ছুটিতে ট্রেনে ভিড় বাড়তে থাকে। আর এই ভিড় সামাল দিতে গিয়ে মাঝেমধ্যেই স্পেশাল ট্রেন চালায় রেল কর্তৃপক্ষ। এবারও একবার ফের সামার স্পেশাল ট্রেন চালু করছে ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে।
এবার পূর্ব রেলের মালদা ডিভিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রীষ্মকালে যাত্রীদের সমস্যায় অতিরিক্ত ভিড় মাথায় রেখে গ্রীষ্মকালে মালদা থেকে মুম্বাই যাত্রার বিশেষ সামার স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।
ছত্রপতি শিবাজী মুম্বাই টার্মিনাস থেকে ১০ এপ্রিল ২০২৩ থেকে প্রত্যেক সোমবার রওনা হবে চলবে ২৯ মে পর্যন্ত । মালদা টাউন স্টেশন থেকে ১২ এপ্রিল ২০২৩ থেকে প্রত্যেক বুধবার রওনা হবে চলবে ৩১ মে পর্যন্ত। উভয় দিকের যাত্রা পথে ট্রেনটি পূর্ব রেলের নিউ ফরাক্কা, বারহাড়োয়া, সাহেবগঞ্জ, কাহালগাও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, অভাইপুর, কিউল স্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে বাতানুকূল প্রথম শ্রেণি (১এ) দ্বিতীয় শ্রেণি(২এ) ও তৃতীয় শ্রেণীর(৩এ) থাকবে।