Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

গোপালকে ভোগ দেওয়ার আগে পাত্রে জেল্লা ফেরাবেন কী করে?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
যাদের বাড়ি গোপাল আছে তাদের বাড়িতেই জন্মাষ্টমী পূজো হয়ে থাকে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জন্মাষ্টমীর শুভ তিথি পড়তে চলেছে। এর আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঘরে ঘরে। সকাল থেকেই ভোগ রান্না হবে, ঠাকুর সাজিয়ে, ফুল ধুয়ে,আলপনা দেওয়া আরো সমস্ত নানান কাজ। সব থেকে বড় কাজ হল যে সমস্ত বাসনে আপনি ঠাকুর পূজা দেবেন সেই সমস্ত বাসন পরিষ্কার করা।

অনেক সময় বংশ পরম্পরার সঙ্গে সঙ্গে অনেক কাঁসা, পিতল, তামা,রূপোর বাসন থাকে যেগুলি প্রত্যেক বছর পুজোর সময় নামাতে হয় এবং পরিষ্কার করতে হয়। এই সমস্ত বাসন গুলি দীর্ঘদিন ব্যবহার না হওয়ার ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়, যেগুলো সাবান দিয়ে মাজলেও উঠতে চায় না।

সেই কারণে পুজোর আগে কয়েকটি টোটকা জেনে নিন যেগুলোর মাধ্যমে আপনি এই সমস্ত বাসন খুব সহজেই পরিষ্কার করতে পারবেন।

১.রুপোর বাসন পরিষ্কার করতে গেলে কিছুক্ষণ এই সমস্ত বাসনের গায়ে মাজন মাখিয়ে রাখুন, তারপরে শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন দাগ উঠে গেছে, তবে সেক্ষেত্রেও যদি দাগ না ওঠে তবে বেকিং পাউডার জলে মিশিয়ে পেস্ট তৈরি করে সেই পেস্টটি বাসনের গায়ে মাখিয়ে রাখুন। তারপরে শুকনো হয়ে গেলে একটি শুকনো কাপড় দিয়ে সেগুলোকে মুছে ফেলুন।

২.তামা ,পিতলের বাসন পরিষ্কার করার ক্ষেত্রে সবথেকে ভালো উপায় হল তেঁতুল। তামা পিতলের বাসন এর ওপর তেঁতুল মেখে ১০ মিনিট রেখে দিয়ে তারপরে ঘষে মেজে ফেলুন তাতে দেখবেন দাগ উঠে গেছে।

৩.অনেকেই বাড়িতে তালের বড়া ভেজে রাখার জন্য কাঠের বারকোশ থাকে,কিন্তু সেই বারকোশটি ভালো করে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করার জন্য সবথেকে ভালো উপায় হল বেকিং সোডা এবং লেবুর রস এই দুটি উপাদান মিশিয়ে কাঠের থালা বা রেকাবির ওপর মাখিয়ে রাখুন। আধঘন্টা পর গরম জল দিয়ে সেগুলোকে ধুয়ে ফেলুন, দেখবেন সেগুলো নতুনের মতো হয়ে গেছে। তবে অবশ্যই কাঠের বাসন গুলির ধুয়ে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে জলে কাঠ নষ্ট হয়ে যেতে পারে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin