News bazar24:কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাসভবন ক্লিফ হাউসে আজ গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আচমকা এক কর্তব্যরত পুলিশ কর্মী নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালান। মুখ্যমন্ত্রী ঘটনার সময় বাড়িতে ছিলেন না। বন্দুক পরিস্কার করতে গিয়েই এমনটা হয়েছে বলেই পুলিশের দাবি। মুখ্যমন্ত্রীর বাসভবনের দায়িত্ব থেকে তাঁকে আপাতত সরানো হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।