Newsbazar 24 ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ ছিল গুজরাটে দুই দফায় ভোট গ্রহণ চলবে।গুজরাটের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ এদিন বৃহস্পতিবার শেষ হল। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। মোট প্রার্থীর সংখ্যা ছিশ ৭৮৮। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে, বিকেল ৫টায় শেষ হয়েছে। ভোট গ্রহণ। সর্বশেষ খবর অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮৮ শতাংশ। তবে, সব তথ্য আসার পর ভোট পড়ার শতাংশ আরও বাড়তে পারে বলে অভিমত নির্বাচন কমিশনের।
প্রথম দফা গুজরাটে নির্বাচনে বেশ কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায়।
ভারুচের আলিয়াবেটে শিপিং কন্টেইনারে তৈরি করা হয়েছিল ১৫১ নং বিধানসভা নির্বাচন কেন্দ্র। এর আগে এই অঞ্চলের ভোটারদের ভোট দিতে অনেক দূরে যেতে হত। কারণ এই এলাকায় কোনও সরকারি বা আধা সরকারি ভবন নেই। এবার তাদের সুবিধার্থে শিপিং কন্টেইনারে ভোটকেন্দ্র স্থাপন করেছিল নির্বাচন কমিশন।
গুজরাটের গির জেলায় ঘন জঙ্গলের মধ্যে শুধুমাত্র একজন ভোটারের জন্য স্থাপন করা হয়েছিল একটি ভোট কেন্দ্র। এদিন সেখানে ভোট দিলেন একমাত্র ভোটার হরিদাস