news bazar24: তৃণমূল কংগ্রেস ফের ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ আনল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে গুজরাট পুলিস মোরবি ব্রিজ ভাঙা সংক্রান্ত একটি ট্যুইটের কারণে গ্রেফতার করেছে বলে দাবি উঠেছে।
রাতের বিমানে সোমবার তিনি দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন।আর সেখানেই গুজরাট পুলিস গ্রেফতার করেছেন। বাংলার শাসক দলের সিনিয়র নেতা ডেরেক ও’ব্রায়েন ট্যুইট করে সবটা জানিয়েছেন। আরো জানানো হয়েছে, ভোর দুটোয় মঙ্গলবার সাকেত গোখল মাকে ফোন করে তাঁকে আহমেদাবাদে নিয়ে যাওয়ার খবর জানায়। তিনি আজ দুপুরের মধ্যেই আহমেদাবাদে পৌঁছাবেন। তাঁকে শুধু দু মিনিটের জন্য ফোন করার অনুমতি দিয়েছিল পুলিস। তারপরে তাঁর ফোন এবং সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। আরটিআই কর্মী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা তাঁর বিরুদ্ধে মামলাটি ভুয়ো বলেই জানানো হয়েছে।
তিনি আরও বলেন, মোরবি ব্রিজ ভাঙার বিষয়ের ট্যুইট নিয়ে আহমেদাবাদ [পুলিস] সাইবার সেল ভুয়ো সমস্যা তৈরি করেছে। গুজরাটের মোরবি শহরে ঔপনিবেশিক যুগের একটি ঝুলন্ত সেতু সংস্কারের মাত্র চার দিন পর ভেঙে পরে। সেই কারণে গত ৩০ অক্টোবর ১৩০ জনের বেশি মৃত্যু হয়েছে। তদন্তে পৌর কর্তৃপক্ষের সংস্কারের ঠিকাদারের ওপর অভিযোগ আনা হয়েছে নিয়ম অনুসরণ না করার জন্য। ‘এগুলি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের চুপ করাতে পারবে না। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে,’ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন।