Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

গান্ধীজয়ন্তীতে রাজঘাটে কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ই লক্ষ্য মমতা-অভিষেকের

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
দিল্লি চলোর ডাক তৃণমূল কংগ্রেসের। যেখানে নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লি যাচ্ছেন। কারণ এর আগে তাঁরা বহুবার দিল্লি পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছেন তাতে কখনোই অনুমতি মেলেনি, তাই নতুন বিকল্প কর্মসূচি ভেবেছেন তাঁরা। এই নিয়ে শনিবার তারা সাংবাদিক বৈঠকে করেন তৃণমূল কংগ্রেস।

চন্দ্রিমা ভট্টাচার্য যিনি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তিনি বলেন মন্ত্রী শশী পাঁজা এবং প্রদীপ মজুমদার এর ব্যাখ্যা দেবেন। তাঁরা গান্ধী জয়ন্তীতে পৌঁছাবেন রাজঘাটে, যেখানে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য সকল সাংসদ বিধায়ক এবং জেলা পরিষদের সভাপতিরা। এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতিরাও।

রাজঘাটে প্রার্থনা সভা সেরে তাঁরা গিরিরাজের সঙ্গে দেখা করবেন। তাদের কাছে রয়েছে ৫০ লক্ষ চিঠি যাতে ১০০ দিনের অর্থ পাননি বলে দাবি রয়েছে সেই চিঠিতে। গিরিরাজের হাতে তুলে দেবেন রাজ্যের মানুষের সেই চিঠি যাঁরা বঞ্চনার শিকার হয়েছেন। সেই অভিযোগ নিয়েই তাঁরা দিল্লির রাজপথে সরব হবেন। এমনকি তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজনে তাঁরা অবস্থান বিক্ষোভ করতে চলেছেন দিল্লির রামলীলা ময়দান। তৃণমূলের এহেন বক্তব্যে যথেষ্ট জল্পনা সৃষ্টি হয়েছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin