news bazar24: ইলেকট্রিক প্রবাহ ছাড়াও কি কখনো শক অনুভব করেছেন ? আপনার হঠাৎ করে হাঁটাচলার পথে কুনুইয়ে কিছুর হালকা টোকা লাগলে শরীরে কেমন একটা বৈদ্যুতিক শক অনুভব হয় নি ?এই রকম ঘটনায় মনে হয় গোটা শরীরে কেউ যেন ইলেকট্রি শক দিয়েছে। জানেন কি কেন এমন হয় ? কোনও দিন কি ভেবে দেখেছেন এই কথাটা ?
চিকিৎসা বিজ্ঞান বলছে কুনুইয়ের যেখানে ঠোকা লাগলে এই চিনচিনে ব্যাথা হয়, সেই স্থানের নাম ‘ফানি বোন’। তবে এটি কিন্তু কোনও হাড় নয় বরং একটি স্নায়ু। এটি হাতের প্রধান তিনটে স্নায়ুর মধ্যে একটি। এটি হাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। এই স্নায়ুর মাধ্যমে আমাদের আঙুলের ডগার অনুভূতি মস্তিষ্কে পৌঁছয়। ‘ফানি বোন’-এর বৈজ্ঞানিক নাম আলনার নার্ভ। এটার অবস্থান ত্বকের খুব কাছাকাছি।
এই স্নায়ুর অধিকাংশ জায়গাতেই হাড়, পেশি ও চর্বি থাকে। তবে যখন এটি কনুইয়ের নিচের দিকে যায় তখন এটাকে একটি সরু পথ অতিক্রম করতে হয়। যাকে ‘কিউবিটাল টানেল’ নামে বলা হয়ে থাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুটি যখন ওই টানেল অতিক্রম করে। তখনই সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। তখন কিছুতে আঘাত লাগলে স্নায়ুটি সংকুচিত হয়ে যায়।
এই সংকোচনকে বলে ‘আলনার নার্ভ এনট্র্যাপমেন্ট’। যেহেতু আলনার নার্ভটি ত্বকের একদম কাছে অবস্থান করে। তাই এখানে আঘাত লাগলে বৈদ্যুতিক শক খাওয়ার মতো অনুভূতি হয়।আমদের শাঁস কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবার মত অবস্থা হয়।