Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

কুকুর হয়েছেন জাপানি যুবক, এখন সারমেয় সাজতে চাওয়া প্রেমিকাও চাই

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news baxzar24:
আমাদের জীবনে অনেক রকম শখ থাকে কেউ শখ করে বাড়ি তৈরি করেন কেউ আবার কেনেন গাড়ি। কেউ আবার নিজেকে সুন্দর দেখানোর জন্য অস্ত্র প্রচার করে থাকেন। কিন্তু সব পূরণ করে নিজেকে কুকুরের রূপ দিয়েছিলেন জাপানের টাকো নামের এক যুবক। মানব জীবনের প্রতিটা কি তার কোন মোহ ছিল না। ছোটবেলা থেকেই কুকুরের প্রতি আলাদা আকর্ষণ বোধ করতেন তিনি।

কুকুরের প্রতি এই ভালোবাসা থেকেই ১২ লক্ষ টাকা খরচ করে নিজেকে কুকুর বানিয়ে দিয়েছিলেন তিনি। এই কীর্তি সমাজ মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছিল। এখন তিনি কুকুরের বেশ ধারণ করে রাস্তায় বের হন। ইউটিউবে তাঁর একটি চ্যানেলেও আছে। কিভাবে সারাদিন তিনি দিন কাটান সেটাই তিনি ভাগ করে নেন ইউটিউব চ্যানেলে।

সম্প্রতি একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, তার অভিনয়ের দক্ষতা এতটাই ভালো যে রাস্তার কুকুরটা তাকে চিনতে পারেন না। এবার তার শখ হয়েছে সিনেমায় অভিনয় করার। বড় পর্দায় কুকুরের চরিত্রে অভিনয় করতে চান তিনি। এখানেই শেষ নয়, তিনি এখন প্রেমিকার সন্ধানে রয়েছেন। যে মহিলা তাকে কুকুরের সাথে পছন্দ করবেন এবং ভালবাসবেন তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin