Newsbazar24: কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। বৃহস্পতিবার সকালের ঘটনা। ওই যুবক প্রাণে বাঁচলেও ঘটনার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, আপাতত ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলছে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে।