news bazar24: কাঁচরাপাড়া ,কৃষ্ণ নগর ,কালিয়াচকের পর এবার মালদা শহরে নতুন শাখা খুললো পাঞ্জাবী ঘরনা । ২৫ বছর ধরে পাঞ্জাবী ব্যবসার সাথে যুক্ত এই শোরুমের সমস্ত পোশাক নিজেদের কারখানাতেই তৈরি। মালদা শহরে নতুন শোরুম পেয়ে বেজায় খুশি ক্রেতারা। উদ্বোধনের দিনই ছিলো উপচে পরা ভিড়। মানুষের কেনাকাটা চলছে প্রতিদিনই । শোরুমের কর্ণধার রতন গোস্বামী জানান,আমাদের ডিজাইনারেরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন।ফলে এই শরুমে যে ধরনের পাঞ্জাবী ,সহ অন্যান্য পোশাক গুলি পাওয়া যাবে সেটা অন্য কোন জায়গায় পাওয়া যায় না বলেই আমাদের ক্রেতারা বলে থাকেন।মালদার এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।