news bazar24:
নিজেদের মধ্যে মারপিটে ব্যস্ত হয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। ঘটনাটি ঘটেছে শনিবার কলকাতা পুরসভার অধিবেশন। কার্যত মেয়র ফিরাদ হাকিমকে তা সামলাতে হিমশিম খেয়ে যেতে হয়।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে পুরসভার কাউন্সিলরদের হাতাহাতির সেই দৃশ্য। এতটাই পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন চেয়ারপারসন মালা রায়। পুনরায় তাঁকে ফিরে আসার অনুরোধ জানালে তিনি এসে যোগদান করেন। পরে অবশ্য কাউন্সিলদের উদ্দেশ্যে মালা রায় বলেন অধিবেশন কক্ষ কখনোই এ ধরনের মারপিটের জায়গা নয় তার জন্য রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা এবং এদিন অধিবেশন কক্ষের বিজেপি তৃণমূলের মধ্যে বিভিন্ন তর্ক-বিতর্ক ও প্রশ্ন উত্তর চলতে থাকে।
পরে এই দু পক্ষের তুখর মেজাজের পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় মেয়রকে। গত দু’মাস পর এই পুরো অধিবেশনে এমন ঘটনা ঘটলো যেখানে তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের সাথে হাতাহাতি হয়। এহেন দিনভর উত্তপ্ত পুরসভার ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ছাপ ফেলেছে বলেই মনে করা হয়।