Saturday , 1 January 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

করোনার রোষে ” দুয়ারে সরকার ” । প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
January 1, 2022 8:48 pm
করোনার রোষে   ” দুয়ারে সরকার  ”  । প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ

news bazar24: যে কোন দিন  রাজ্যে  সুনামির গতিতে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। এমন কি দৈনিক সংক্রমণ ৩০ হাজারের গণ্ডি পেরোতে হয়ত অল্প কয়েকদিনের অপেক্ষা  । পরিস্থিতি এখন সেই দিকেই এগোচ্ছে বলে চিকিৎসকেরা দাবি করছেন । গতকাল শুক্রবার শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৫৪ জন।  কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০৪ জন।

অর্থাৎ পাঁচ দিনে কলকাতায় দৈনিক সংক্রমণ ১০ গুণ বেড়েছে। তথ্য যা পাওয়া গেছে  কলকাতায় এখন সংক্রমণের হার ২৩.‌৪২ শতাংশে। অর্থাৎ যাঁরা করোনা পরীক্ষা করাচ্ছে, তাঁদের মধ্যে প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসছে। 

এঁদের মধ্যে ৯০ শতাংশের আরটিপিসিআই পরীক্ষা করানো হয়েছে। ১০ শতাংশের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। অনেক চিকিৎসকই মনে করছেন, কোভিড পরীক্ষার সংখ্যা বাড়লে এই হার লাফিয়ে বেড়ে যাবে। কারণ উপসর্গ না থাকায় বহু মানুষ কোভিড পরীক্ষাই করাচ্ছেন না। 

বন্ধ করা হতে পারে বার, রেস্তোরাঁ, সিনেমা হল। নিয়ন্ত্রণ করা হতে পারে রাতের গতিবিধি। সূত্রের খবর তেমনই। ২ জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্য়াম্প না করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বাতিল হয়ে গিয়েছে ৩ জানুয়ারি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ পালনের অনুষ্ঠানও।

এদিকে রাজ্য  স্বাস্থ্য দফতরের মতে, আজ, শনিবার তৃতীয় ঢেউয়ের ষষ্ঠ দিন। দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার গণ্ডি ছুঁয়ে ফেলেছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, ‘পরিস্থিতি যতই ভয়াবহ হোক, আমরা প্রস্তুত। সমস্ত বড় হাসপাতালগুলিকে ৫০ শতাংশ বেড় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে বলা হয়েছে, দ্বিতীয় ঢেউ-র সময়ে যত সংখ্যক বেড ছিল, ১ সপ্তাহের মধ্যে তার ৫০ শতাংশ ও ২ সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ বেডই পুর্নব্যবহার করতে হবে। তবে সূত্রের খবর  ২ জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্য়াম্প না করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বাতিল হয়ে গিয়েছে ৩ জানুয়ারি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ পালনের অনুষ্ঠানও।

সারা দেশে সংক্রমণের হারে প্রথম হিমাচলের লাহৌল–স্পিতি। এবং কলকাতা দ্বিতীয়।  হিমাচল প্রদেশ কলকাতার থেকে মাত্র এক শতাংশ বেশি। 

রাজ্যে শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন। মৃত্যু হয়েছে সাত জনের। তার মধ্যে চার জনই কলকাতার বাসিন্দা। বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল ১২। এই নিয়ে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭৭১ জন। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১২,৬৪৪ জন।

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

কাঠের চিরুনি ব্যবহার করলে সত্যিই কি চুল পড়ার পরিমাণ কমে?

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজধানী আটলান্টায় শপিংমলে নির্বিচার গুলিতে মৃত ১ আহত ৫

মালদায় গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ প্রকাশ্য দিবালোকে।।

দিল্লি নির্বাচনের আগে দিল্লি গামী ট্রেনে তল্লাশি চালিয়ে চক্ষু চরকগাছ রেল পুলিশের

Murshidabad news:মুর্শিদাবাদের সাগরদিঘিতে উটের দেখা মিলল

ইউনিয়ন ব্যঙ্কের দুটি ব্রাঞ্চ মিলে একটি ব্রাঞ্চে রূপান্তর হবার ঘটনা ঘটলো মালদায়

কী কারণে এত দেরি? জানা গেল আসল কারণ

Malda Independence Day:১৮ ই আগস্ট জেলায় পালিত হল স্বাধীনতা দিবস

মালদায় যুবতী খুনে ধৃত ছোটন ঘোষের ফাসীর দাবীতে আদালতের সামনে বিক্ষোভে গণতান্ত্রিক মহিলা সমিতি।

শ্রমজীবী আন্দোলনের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী প্রয়াত।