Tuesday , 23 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

এসএসকেএমের ইএনটি বিভাগের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ৫ বছরের মালদহের এক শিশুর

প্রতিবেদক
kartik pal
May 23, 2023 7:55 pm

Newsbazar 24:এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ৫ বছরের মালদহের এক শিশুর। প্রায় ৪৫ দিন ধরে বুকের বাঁদিকে এক সেন্টিমিটার প্লাস্টিকের বাশি বয়ে নিয়ে বেড়াচ্ছিল ৫ বছরের হামিম আনসারির। হামিমের বাড়ি মালদহের কালিয়াচকে। সেই প্লাস্টিকের বাশি বের করল সোমবার পিজি হাসপাতালের ইএনটি বিভাগে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৭এপ্রিল খেলা করতে করতে আচমকাই কিছু একটা গিলে ফেলেছিল শিশুটি। বাড়ির লোকজন জানতে পেরে স্থানীয় কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যান। তিনি ঔষধ দেন। কিন্তু কয়েক দিন পরে শুরু হয় কাশি ও শ্বাসকষ্ট। তখন মালদহ মেডিক্যাল কলেজে গেলে এক্স-রে করে চিকিত্‍সকেরা জানান, বাঁ দিকের ফুসফুসে একটি সাদা ছোপ দেখা যাচ্ছে। জল জমেছে বলে জমা জল বের করতে বুকের বাঁদিকে পাইপ জোড়া হয়। কিন্তু জমা জল বের হয় নি।
মালদহ থেকে শিশুটিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের কার্ডিয়োথোরাসিক বিভাগে রেফার করা হয়। সেখানে ব্রঙ্কোস্কোপি করে চিকিত্‍কেরা জানান, ফুসফুসে কিছু একটা আটকে রয়েছে। সেটি বের করতে ইএনটি বিভাগে পাঠানো হয়। ইএনটি বিভাগে ব্যবস্থা করতে না পেরে তারা আবার বাড়ি ফিরে যায়। ১৪-১৫ দিন পর আবার শুরু হয় কাশি, শ্বাসকষ্ট। এরপর তারা সোজাসুজি এসএসকেএম হাসপাতালে আউটডোর বিভাগে হাজির হন। সেখানে আউটডোরেই চিকিৎসা শুরু হয়।
পিজি-র ইএনটি বিভাগের চিকিত্‍সক অরুণাভ সেনগুপ্ত বলেন, ‘এনআরএসে চিকিত্‍সা করিয়ে ফিরে গেলেও শুরু হয় কাশি, শ্বাসকষ্ট। এর পরে শিশুটি আমাদের কাছে আসে।’ গত শনিবার ইএনটি-র বহির্বিভাগে তাকে পরীক্ষা করে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্‍সক দেবাশিস ঘোষ, সৌগত রায়েরা। সোমবার দেবাশিস ঘোষ ব্রঙ্কোস্কোপি করে বাঁ দিকের ফুসফুসের পাশে আটকে থাকা প্রায় এক সেন্টিমিটারের বাঁশিটি বার করেন। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে শিশুদের বর্তমানে সুস্থই রয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

সারা ভারত ফরওয়ার্ড ব্লক মালদা জেলা কমিটির ৫ দফা দাবী সনদ পেশ জেলা শাসকের কাছে ।

মালদহের শান্তিভারতীর দুর্গোৎসবে এবার থাকছে না জৌলুষ, প্রতিমা দর্শন রাস্তা থেকে।

রাহুল গান্ধী রায়বরেলি রেখে ছেড়ে দিচ্ছেন ওয়েনাড, সেখানে প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী

অভিমানী পৃথিবী- – এসকেএইচ সৌরভ হালদার ( ওপার বাংলা)

এবার লিঙ্গ পরিবর্তন করাকেই নিষিদ্ধ করতে চান ট্রাম্প

অ্যাসিড হামলায় জখম দুই শিশু সহ এক দম্পতি, কারন নিয়ে ধোঁয়াশা

আবার রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে চিকিৎসক ও বিশেষজ্ঞের কেন্দ্রীয় প্রতিনিধিদল।

নদীয়ার সভা থেকে জগন্নাথ সরকারকে বিষাক্ত ফণি বলে কটাক্ষ অভিষেকের

Vande Bharat:আজ নতুন ৩টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ,পুজোয় যাবেন নাকি  নয়া বন্দে ভারতে চেপে

রাশিফল — 18 February