news bazar24: এবার থেকে মালদা দিয়ে চলবে রাজধানি এক্সপ্রেস । আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজ হচ্ছে মালদা টাউন এক্সপ্রেস । আজ থেকে এই নতুন ট্রেনের পিআরএস এবং ইন্টারনেট কাউন্টারগুলির মাধ্যমে টিকিট বুকিংর উদ্বোধন হল। এই উপলক্ষে রবিবার সকাল ৯টায় মালদা টাউন স্টেশনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টিকিত বুকিং এর শুভ সূচনা করা হয় ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী ১৫ই জানুয়ারি ২০২৪ আগরতলা থেকে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন-ভাগলপুর হয়ে বাঁকানো রুটে মালদা টাউন, ভাগলপুর, জামালপুর এবং পাটনা স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দিয়ে উভয় দিকে যাতায়াত করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সংসদ খগেন মুর্মু, বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী ও গোপাল সাহা, পূর্ব রেলের মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ চৌবে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের বিভিন্ন আধিকারিকরা।
দেখুন ভিডিও