Newsbazar 24:এবারের আইএসএলের ১ নম্বর দল মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে । ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও অক্সিজেন যোগাবে বলে ধারণা লাল হলুদ সমর্থকদের।
খেলায় প্রাধান্য ছিল মুম্বাইয়ের। গোল লক্ষ্য করে শটও বেশি মেরেছে তারা। কিন্তু গোলের মুখ তারা খুলতে পারেনি। অন্য দিকে ইস্টবেঙ্গল প্রথম থেকেই রক্ষণ সামলে কাজের কাজ করতে পেরেছে।
প্রথমার্ধে মুম্বইয়ের আহমেদ জহুরার সট কমলজিত্ অসামান্য দক্ষতায় বাঁচান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রওলিন বর্জেসের শট পোস্টে লেগে না ফিরে আসলে খেলার চেহারাই বদলে যেত। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সার্থক গলুইয়ের থেকে বল পেয়ে ক্লেটন সিলভা বক্সে বল পাঠান। সুহের বলে পা লাগাতে না পারলেও অরক্ষিত নাওরেম সিংহ সেই বল জালে জড়িয়ে দেন।
গোল খাওয়ার পরে শোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মুম্বই। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না তারা। ৮১ মিনিটে সুহেরের শট বাঁচিয়ে দেন মুম্বইয়ের গোলরক্ষক। নইলে ব্যবধান বাড়াতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শরীর ছুড়ে দিয়ে গোল বাঁচান লাল-হলুদ ডিফেন্ডার কিরিয়াকু। শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
আগামী ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। দু’দলেরই গ্রুপের শেষ ম্যাচ সেটি। মোহনবাগান প্লে-অফে খেললেও ইস্টবেঙ্গলের এই মরসুমের শেষ ম্যাচ সেটি। তাই ডার্বি জিততে মরিয়া তারা। আর ডার্বির আগে মুম্বইয়ের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন যোগাবে তাদের।