news bazar24 : ২৫ টাকার কালো-চশমা ১২০ টাকা! অপারেশনের পর কলকাতার মেডিক্যাল কলেজ গুলোতে এবার ৫ গুণ বেশি দাম দিয়ে কালো চশমা কিনতে হবে। যে চশমা ১৭-২৫ টাকায় পাওয়া যেত, দাম বেড়ে হল ১২০ টাকা, জানিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই পূর্ব ভারতের চোখ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র (Regional Institute of Ophthalmology) এই সিদ্ধান্তের আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে, কালো চশমা এতদিন ননক্যাট আইটেম হিসেবে কিনত কলকাতা মেডিক্যাল হাসপাতালগুলি। কিন্তু এবার নন-ক্যাট আইটেম হিসেবে গণ্য হওয়ায় দাম বেড়ে ১২০ টাকা হয়েছে।