news bazar24:
আমাদের পারিপার্শ্বিক সমাজে যমজ সন্তান আমরা দেখেই থাকি। যারা দেখতে হুবহু একই রকম হয় কিন্তু আজকে কথা বলব ব্রিটেনের দুই বোনের কথা যারা ব্রিটেনের বাসিন্দা একজন হলেন রোজি কোলস্ অপরজন ক্যাথি হেফারনান। দুজনের বয়সী প্রায় সত্তরের কাছাকাছি।
দুজনকে দেখতেও প্রায় একই রকম যে কারণে এক পলকে দেখলে গুলিয়ে ফেলতে পারেন সকলেই। তাঁরা দুজনেই সব জায়গাতে একসঙ্গে যান সেটা কফি খেতেই হোক কিংবা বিকেলে হাঁটতে বেরোনো থেকে ছুটি কাটানো। পোশাক পরিচ্ছদও একই রকম পড়েন তাঁরা। একই রকম পড়েন লিপস্টিক জুতো গয়না চশমা। মিল রয়েছে চুল বাধার স্টাইলেও। তাদের দু’বোনের এই একই রকম স্টাইল স্টেটমেন্ট দেখলে ভ্রম তৈরি হওয়াই স্বাভাবিক।
দুই বোনের বিয়ে সংসার হলেও তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০০০ সালে। তারপর থেকে তাঁরা দুজনেই একসঙ্গে থাকেন। এমনকি তাদের দুই বোনের ঘরের নকশাও হুবহু একরকম। সবকিছু মিলিয়ে একটি দারুন ব্যাপার গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই উপভোগ করছেন ।