উত্তর ভারতের একাংশে হঠাৎ ভূমিকম্প । জানা গেছে এই কম্পন অনুভূত হয়েছে দিল্লি, কাশ্মীর ও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদে।সিসমোলজি বিভাগের মতে, আফগানিস্তানের কালাফগান থেকে ৯০ কিলোমিটার দূরে ১০টা ১৭ মিনিটে কম্পন অনুভূত হয়। আফগানিস্থান ছাড়াও তুর্কমেনিস্তান, ভারত, কাজাখস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন এবং কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়েছে।
উত্তরপ্রদেশে ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন খুব ভয় পেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল ।
বসুন্ধরা, গাজিয়াবাদের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ।