Newsbazar: বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট। সেরা ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর কর্তা তিনি। তাঁর অবর্তমানে পাঁচ সন্তানের মধ্যে কে হবেন উত্তরাধিকারী তা বেছে নিতে অভিনব উপায় বার করেছেন তিনি। জানা গীয়েছে তাঁর পাঁচ সন্তানের মধ্য থেকেই সেরাকে বেছে নেবেন তিনি। যাঁর হাতে তুলে দেবেন লুই ভিতোঁর গোটা দায়িত্ব। উত্তরাধিকার বেছে নেওয়ার জন্য একটি উপায় বের করেছেন তিনি। প্রতি মাসে একবার করে নিজের সন্তানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সেই সময় কারও প্রবেশাধিকার থাকে না। সূত্রের খবর, মধ্যাহ্নভোজ শুরু হওয়ার আগে নিজের আইপ্যাড থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ে শোনান আর্নল্ট। তারপর প্রত্যেক সন্তানকে প্রশ্ন করেন, ব্যবসায় কীভাবে উন্নতি করা যেতে পারে। এইভাবেই নিজের সন্তানদের অডিশন নেন তিনি। এই অডিশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। কিছুদিন আগেই এলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়েছেন আর্নল্ট।