Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ আহত প্রায় ১২০০

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24 :উড়িষ্যার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃত্যু মিছিল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪। যদিও রেল দপ্তরের পক্ষ থেকে ২৮৮ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।।এখনও পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন প্রায় ১২০০ যাত্রী । প্রায় ৮০০ জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে।
শনিবার বিকেলে ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দুর্ঘটনাগ্রস্থ গোটা চত্বর ঘুরে দেখেন তিনি। কথা বলেন প্রশানসনিক এবং রেলের আধিকারিকদের সঙ্গে। এরপরেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রীকে উভয় কেন্দ্রীয় মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানা।
ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে হতাহতদের সঙ্গে দেখা করার পরে, প্রধানমন্ত্রী মোদি সংবাদ মাধ্যমকে বলেন, “ট্রেন দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” কাউকে রেহাই দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “আহতদের আমরা সর্বোত্তম চিকিত্‍সা দেব। রাজ্যের বাসিন্দা প্রাণ হারিয়েছেন। মনকে বিচলিত করে দেওয়া ঘটনা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সরকার সাহায্য করছে। যাঁরা নিজের পরিজনদের হারিয়েছেন, সরকার তাঁদের প্রিয়জনকে আর ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আমরা তাঁদের সঙ্গে আছি। সরকার এই ঘটনা অত্যন্ত গম্ভীর ভাবে দেখছে। সবরকম ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে দোষী হবে, তাকে কড়া শাস্তি দেওয়া হবে। তাকে ছাড়া হবে না। ওড়িশা সরকার, প্রশাসনিক আধিকারিকদের প্রশংসা করছি। এখানকার বাসিন্দাদের প্রশংসা করছি,ড়িশ তাঁরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারতীয় রেল উদ্ধারকার্যে সম্পূর্ণ শক্তি ব্যবহার করেছে। আমি আজ দুর্ঘটনাস্থলে ঘুরে দেখেছি। হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি।”
অন্যদিকে এদিন দুর্ঘটনাস্থল আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মমতা বলেন, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি রেলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত্‍। মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দুর্ঘটনায় বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin