Newsbazar24: বিশ্ব আর্থিক মন্দার বাজারে ফের একবার ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে অ্যামাজনের প্রায় ৫০০ জন কর্মী কাজ হারাতে বসেছেন। জানা যাচ্ছে, ওয়েব সার্ভিসেস (AWS), মানব সম্পদ (HR) ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হবে। চলতি বছরের জানুয়ারিতে এক দফায় ছাঁটাই করেছিল অ্যামাজন। তারপর মার্চ মাসে ফের গণছাঁটাই করে এই ই-কমার্স কোম্পানি। সেইসময় বলা হয়েছিল, সামনের কয়েক সপ্তাহের মধ্যেই এই ছাঁটাই হবে। সিইও অ্যান্ডি জেসি জানিয়েছিলেন, গত কয়েক বছরে কোম্পানিতে অনেক বেশি নিয়োগ করা হয়েছে। তাতে খরচ অনেকটাই বেড়ে গেছে। এই আর্থিক মন্দার বাজারে খরচ কমাতেই বাড়তি কর্মী ছাঁটাই করা হচ্ছে। এপ্রিল মাসেই অ্যামাজন তার ভিডিও গেম বিভাগে প্রায় ১০০ জন কর্মী ছাঁটাই করেছিল। এবার ভারতের ৫০০ জন কর্মী চাকরি হারাতে বসেছেন।