Newsbazar24: প্রয়াত হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার বাবা পি খুরানা। শুক্রবার মোহালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার বাবা। শুক্রবার মোহালিতেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার বাবার। অভিনেতার বাবা উত্তর ভারতের খ্যাতনামী জ্যোতিষীদের মধ্যে অন্যতম। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বই লিখেছেন পি খুরানা। বাবার সঙ্গে আয়ুস্মানের রসায়ন ছিল দেখার মতো। বাবা নয়, বরং বাবাকে ‘বন্ধু’ বলতেই স্বচ্ছন্দ ছিলেন অভিনেতা। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর জীবনে বাবার অবদান সম্পর্কে একটা লম্বা পোস্ট শেয়ার করেছিলেন। অভিনেতা লেখেন, ‘আমরা বাবার থেকেই শৃঙ্খলাপরায়ণ শিখেছি। সংগীত, সিনেমা, কবিতার প্রতি ভালোবাসা জন্মছে তাঁর থেকেই।’ তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।